গাজীপুরে বেক্সিমকো শিল্পপার্ক পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। গত শুক্রবার বিশেষ এ অনুষ্ঠানের আয়োজন করেন বেক্সিমকো গ্রুপ ডিরেক্টর ও সিইও নাভেদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেক্সিমকো শিল্প পার্কের প্রতিটি বিভাগ পরিদর্শন করেন রাষ্ট্রদূত পিটার হাস। রাষ্ট্রদূতের নেতৃত্বে প্রতিনিধি দল বেক্সিমকোর প্রযুক্তি, শিক্ষা এবং প্রশিক্ষণ ও গবেষণাকে মূল চালিকাশক্তি হিসেবে কাজে লাগিয়ে মূল্য সংযোজন ও উদ্ভাবনকে ত্বরান্বিত করার উদ্যোগের প্রশংসা করেন। এ ছাড়া বেক্সিমকোর টেকসই বর্জ্য পরিশোধন প্রকল্পে রিকোভার্টেক্সের সঙ্গে নেওয়া উদ্যোগের ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। একই ছাদের নিচে নির্মিত বিশ্বের সর্ববৃহৎ ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ন্ত্রিত টেকসই পানি পরিশোধন প্রকল্প এবং স্বয়ংক্রিয় পোশাক উৎপাদন প্রক্রিয়ার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সৈয়দ নাভেদ হুসেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং সালমান এফ রহমান ইটিপি এবং রিভার্স অসমোসিসের গুরুত্ব তুলে ধরে বক্তৃতা দেন। মার্কিন প্রযুক্তি সংস্থা স্টামফোর্ড সায়েন্টিফিক ইন্টারন্যাশনাল, ইনকরপোরেটেডের সঙ্গে সমন্বয় করে প্রতিষ্ঠিত হয়েছে বেক্সিমকোর অত্যাধুনিক ইটিপি।