বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড, বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করলো ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেড। এ চুক্তির আওতায় বেক্সিমকো কমিউনিকেশনের পণ্য আকাশ ডিজিটাল টিভি বিক্রয় করবে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম।
বেক্সিমকো কমিউনিকেশনের পক্ষে কোম্পানির হেড অফ কাস্টমার এক্সপেরিয়েন্স হিমেন্দ্রা যাদব এবং কিউকমের পক্ষে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব রিপন মিয়া এই চুক্তিতে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অফ ফিনান্স এন্ড প্লানিং জিয়া হাসান খান, হেড অফ মার্কেটিং কমিউনিকেশনস রাজিউর রহমান এবং এক্সেকিউটিভ, বিজনেস ডেভেলপমেন্ট ফাহাদ হাসান।
কিউকমের পক্ষে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর অপারেশন কামাল উদ্দিন আহমেদ, হেড অফ কমার্শিয়াল সিরাজুল ইসলাম রানা এবং হেড অফ মিডিয়া এন্ড কমিউনিকেশন আরিফুল হক।