বিকাশ থেকে ক্যাশ আউটের বাড়তি খরচ এড়িয়ে বাজারমূল্যের চেয়ে সাশ্রয়ী দামে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাচ্ছেন বেক্সিমকোর প্রায় ৪০ হাজার শ্রমিক।
সম্প্রতি বেক্সিমকো, বিকাশ ও আপন ওয়েলবিয়িং-এর উদ্যোগে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে চালু হয়েছে ‘আপন বাজার’।
বিকাশ অ্যাপে বেতন নেন এমন শ্রমিকরা এই ‘ন্যায্য মূল্যের দোকান’ থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে মূল্য পরিশোধ করে বাজার মূল্যের চেয়ে কম দামে খাবারসহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।
গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের জন্য ‘আপন বাজার’ এর আউটলেট উদ্বোধন করা হয় গত রোববার।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার কে এম আকরাম হোসাইন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিভাগের প্রধান খালিদ শাহরিয়ার, বিকাশের হেড অফ পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং আপনটেক লিমিটেডের এমডি সাইফ রশিদ উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই দোকানে বিকাশ লেনদেন শ্রমিকদের সময় ও ক্যাশ আউটের খরচ দুটোই কমিয়ে আনবে। আর ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে ওঠার মাধ্যমে শ্রমিকরা সহজ ও নিরাপদ ক্যাশবিহীন লেনদেনের সক্ষমতা অর্জন করবে।
বিকাশ জানিয়েছে, শ্রমিকদের সুবিধার্থে এখন পর্যন্ত ৩০টি কারখানায় এরকম ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে ।